নোশিন তাবাসসুম

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর যুবদলের হামলার দাবিতে ছড়াচ্ছে পুরোনো ঘটনার ভিডিও
নোশিন তাবাসসুম
বিএনপি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর যুবদল নেতা নয়নের নেতৃত্বে হামলা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, মূল ভিডিওটি ভিন্ন ঘটনার। সংবাদমাধ্যম কালের কণ্ঠের এক ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ২৩ অক্টোবর বাংলামোটরে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধের দৃশ্য এটি।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ৯ নভেম্বর দিবাগত রাতে ভিডিওটি পোস্ট করা হয়। বিবরণে বলা হয়, “এই মুহূর্তে যুবদল নেতা নয়নের নেতৃত্বে..এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর উপর ভয়াবহ হামলা.. বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণেই এই হামলা হয়েছে। #হামলা #বিএনপি #এনসিপি #বাংলা_মটর।” ভিডিওর মন্তব্য বিশ্লেষণে দেখা যায় ঘটনাটি সত্য ধরে নিয়েছেন অনেকেই।

এক ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, “বিএনপি জীবনে এই প্রথম একটা ভালো কাজ করেছে।” আরেক ব্যবহারকারী লেখেন, “ধন্যবাদ বিএনপির ভাইদেরকে জয় বাংলা করে দিয়েছেন নাজির উদ্দিন পাটোয়ারী কে।”
ফেসবুকের বেশকিছু ব্যক্তিগত প্রোফাইল থেকেও (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেশ কিছু ব্যক্তি একটি ভবনের সামনের রাস্তায় দাঁড়িয়ে আছেন। এক ব্যক্তিকে হেলমেট পরে মোটরসাইকেলে বসে থাকতে দেখা যায়। অপরদিকে একটি ডিজিটাল বিলবোর্ডের সামনে বেশ কিছু পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন।
ভিডিওর সূত্র যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২৩ অক্টোবরের একটি লাইভ ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। বিবরণে লেখা, “LIVE: বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীদের সড়ক অবরোধ, এনসিপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন।” ১১ মিনিট ১৮ সেকেন্ডের সেই লাইভ ভিডিওটির ১ মিনিট ২৭ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৮ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।
ঘটনাটি নিয়ে অধিকতর যাচাইয়ে “বিসিএস”, “নন-ক্যাডার প্রত্যাশী”, “এনসিপি কার্যালয়”, “বাংলামোটর” – সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হয়। দেখা যায়, একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম সেসময় একাধিক (১, ২, ৩, ৪) প্রতিবেদন প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে গত ২৪ অক্টোবর প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনের শিরোনাম ছিল, “বাংলামোটরে রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত।”
প্রতিবেদনে বলা হয়, “রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করছেন একদল বিক্ষোভকারী। তাঁরা ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টা থেকে রূপায়ন টাওয়ারের সামনের সড়কের একপাশ অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল ব্যাহত হয়।” পুলিশের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত করা এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে সড়কে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। তাঁরা বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।
অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে গত ২৩ অক্টোবর বাংলামোটরে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভের একটি দৃশ্য, যা ভুল দাবিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলার দৃশ্য বলে ছড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বরে রাজধানীর বিএমএ মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এক গোলটেবিল বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোট আলাদা করে আয়োজনে বিএনপির বিরোধিতার জবাব দিতে গিয়ে রবিউল ইসলাম নয়নের নাম ধরে চাঁদাবাজির অভিযোগ করেন। এর জেরে পরদিন অর্থাৎ ৩ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা হয় ঢাকার আদালতে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে মামলাটি করেন বিএনপির যুব সংগঠনের আরেক নেতা।

