নোশিন তাবাসসুম

আনসার ক্যাম্পে হামলার দাবিতে ছড়াচ্ছে নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার ভিডিও
নোশিন তাবাসসুম
এনসিপি ও সমন্বয়করা সম্মিলিতভাবে আনসার ক্যাম্পে হামলা করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, ভিডিওটি আসলে গত ৩ নভেম্বর জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানের একটি মহড়া দৃশ্য।
ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪) ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “আনসার ক্যাম্পে ভয়াবহ হামলা,, এনসিপি ও সমন্বয়ক সম্মিলিতভাবে হামলা চালায় আনসার বাহিনীর উপর।” আরেকটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “ইউনুস একাই নির্বাচন করবে, আনসার টেনিং ক্যাম্পে ভয়াবহ হামলা,,জামাত ও সমন্বয়ক সম্মিলিত ভাবে হামলা চালায় আনসার বাহিনীর উপর। টেনিং টি২০।”

ফেসবুকে মূলত দুটি ভিডিও ছড়াতে দেখা যায়। একটি ভিডিও ২২ সেকেন্ডের, যেখানে একদল ব্যক্তিকে একটি স্থাপনার সামনে বিক্ষোভরত অবস্থায় দেখা যায়। স্থাপনাটির উপরে সাইনবোর্ড দেখা যায়, যেখানে লেখা, “ডুমনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রতিষ্ঠা সালঃ ১৯৫২ ইং, ডুমনী, খিলক্ষেত, ঢাকা- ১২২৯।” ভিডিওটির উপরে ডান পাশে “ঢাকা পোস্ট” এর লোগো রয়েছে।
আরেকটি ভিডিও ৫৬ সেকেন্ডের, যেখানে একই পরিবেশে একদল ব্যক্তিকে বিক্ষোভ করতে দেখা যায়। একাধিক ব্যক্তিকে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর জ্যাকেট পরিহিত অবস্থায় বিক্ষোভ প্রতিহত করতে দেখা যায়। ভিডিওর ০.৩৩ সেকেন্ডে একাধিক ব্যক্তিকে ক্যামেরা হাতে ঘটনাটি ধারণ করতে দেখা যায়।

প্রথম ভিডিওর সূত্র যাচাই করতে ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চ করে ঢাকা পোস্ট এর একটি ইউটিউব ভিডিও পায়। ভিডিওটির ক্যাপশন ছিলো, “২০২৬ সালের নির্বাচন উপলক্ষ্যে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হলো আনসার সদস্যদের | ইলেকশন | ঢাকাপোস্ট নিউজ”। ৩ মিনিট, ৩৫ সেকেন্ডের ভিডিওটির প্রথম ২২ সেকেন্ডের সাথে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

দ্বিতীয় ভিডিওর সূত্র যাচাই করতে ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চ করে ফেসবুকে কালের কণ্ঠের একটি ভিডিও পায়। ভিডিওটির ক্যাপশন ছিলো, “২০২৬ সালের নির্বাচন উপলক্ষ্যে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হলো আনসার সদস্যদের”। ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটির ০.১২ সেকেন্ড থেকে ১ মিনিট ১২ সেকেন্ড পর্যন্ত ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

অধিকতর যাচাইয়ে “নির্বাচন”, “আনসার” ও “মহড়া” – সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হয়। অনুসন্ধানে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একাধিক (১, ২, ৩, ৪) প্রতিবেদন পাওয়া যায়। প্রথম আলোর গত ৩ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার, ৩ নভেম্বর রাজধানীর ভাটারায় জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি। অনুষ্ঠানে মহড়ায় ঢাকা মহানগর আনসারের চারটি জোনের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত ৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা টহল, দায়িত্ব বণ্টন ও জরুরি প্রতিক্রিয়া অনুশীলনে অংশ নেন। মহড়ায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে পৌঁছে দেওয়া, ভোটারদের শৃঙ্খলাবদ্ধভাবে ভোট প্রদানে সহায়তা, জাল ভোট প্রতিরোধ, প্রিসাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা এবং সেনা, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে দ্রুত সমন্বয়ের প্রস্তুতি নেওয়া হয়।
অর্থাৎ, এনসিপি ও সমন্বয়ক সম্মিলিতভাবে আনসার বাহিনীর উপর হামলা চালানোর দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানের একটি মহড়া দৃশ্য।